১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৭

বিএনপি নেতা খোকনের জামিন আদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক:   

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নাশকতার ৫ মামলায় জামিনের আদেশ বহাল রেখেছেন চেম্বার জজ আদালত। মঙ্গলবার (১২ জুন) সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জামিন বহালের এ আদেশ দেন। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই জানিয়েছেন তার আইনজীবীরা।
এর আগে হাইকোর্ট নাশকতার ৫ মামলায় তাকে জামিন দিয়েছিল। ২০১৫ সালে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে খায়রুল কবির খোকনের বিরুদ্ধে রাজধানীর পল্টন, গুলশান, কাফরুল এবং নরসিংদীতে কয়েকটি মামলা করে পুলিশ। এসব মামলায় ৪ মে ঢাকার আদালতে আত্মসমর্পণ করেন তিনি। কয়েকটি মামলায় জামিন দিয়ে বাকিগুলোর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে ৪ জুন হাইকোর্ট থেকে সাত মামলায় জামিন পান খায়রুল কবির খোকন। পরে শুধু পাঁচ মামলায় জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুন ১৩, ২০১৭ ৪:৪৮ অপরাহ্ণ