১৩ই এপ্রিল, ২০২৫ ইং | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪২
ব্রেকিং নিউজ

গোপালগঞ্জে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপিত

গোপালগঞ্জ, ১৭ এপ্রিল ২০১৭ (বাসস) : ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন উপলক্ষে পগাপালগঞ্জে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বেলা ১২টায় টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধা জানিয়েছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে জাতির জনকের সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
এদিন সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানান।
এছাড়া, দিনটি পালন উপলক্ষে তারা র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মুকসুদপুরপুরেও এইরূপ অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৭ ১:৩৮ পূর্বাহ্ণ