১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৫

রাঙামাটিতে পাহাড় ধসে ৬ সেনা সদস্য নিহত: আশঙ্কাজনক ৫, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক:  প্রবল বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে ২ কর্মকর্তাসহ ৬ সেনা সদস্য নিহত হয়েছেন। এঘটনায় আহত ৮ সেনা সদস্যদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজ রয়েছেন আরও ২ জন।

নিহতদের মধ্যে ২ সেনা কর্মকর্তার নাম জানা গেছে। তারা হলেন- মেজর মাহফুজ ও ক্যাপ্টেন শামীম।

তারা রাঙমাটি সেনা রিজিয়নে কর্মরত ছিলেন। বাকীদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মানিকছড়িতে সড়ক থেকে মাটি অপসারণের সময় পাহাড়ের মাটিচাপায় তারা নিহত হন।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মংখ্য সিং চৌধুরী মারমা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুন ১৩, ২০১৭ ৩:৩৩ অপরাহ্ণ