নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে বৃষ্টির পানিতে অধিকাংশ এলাকায় রাস্তাঘাট তলিয়ে গেছে। থৈ থৈ পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আমীর এর সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, সোমবার সকালে চকবাজার থানার বাদুড়তলা এলাকায় বিদ্যুৎস্পৃস্ট হন রবিউল করিম (৪০) ও তার স্ত্রী রোকসেরা বেগম (৩০)। পরে হাসপাতালে রবিউলের মৃত্যু হয়।
অপরদিকে নগরীর হালিশহরের রামপুরায় সকালে খেলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায় রাজু নামে ১২ বছর বয়সী এক শিশু।
সকালে বাসার বাইরে বিদ্যুতের তার পড়ে থাকতে দেখে তিনি সরাতে যান এবং বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে রোকসেরাও বিদ্যুতায়িত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।
নায়েক আমীর জানান, সকালে হালিশহরের রামপুরা এলাকায় খেলতে গিয়ে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃস্ট হয় স্থানীয় আবদুল আজিজের ছেলে রাজু।
হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন
দৈনিক দেশজনতা/এন আর