নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে প্রবল বর্ষণে পাহাড় ধসে বান্দরবানের সঙ্গে রুমা উপজেলার সড়ক যোগযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার সকালে প্রবল বর্ষণের সময় সড়কের ওয়াই জংশন এলাকায় বড় একটি পাহাড় ধসে পড়লে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ সড়ক যোগাযোগ চালু করার চেষ্টা করছে।
প্রকৌশল ১৯ ইসিবির রুমা সড়কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. খায়ের জানান, ওয়াই জংশন থেকে ৫ কিলোমিটারের মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে বিকেলের মধ্যে সড়ক যোগাযোগ চালু করার চেষ্টা করা হচ্ছে।
এদিকে জেলার বিভিন্ন স্থানে প্রবল বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সাগরে নিন্মচাপের প্রভাবে বান্দরবানে গত ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণ হচ্ছে। এতে সাংঙ্গু ও মাহামুহুরী নদীতে পানি বৃদ্ধি পেয়েছে।
দৈনিক দেশজনতা/ এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

