১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৮

ঝড়ে হাতিয়ায় নৌকাডুবি, ৬ জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক:

সাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঝড়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার মেঘনা নদীতে নৌকা ডুবে অন্তত ৬ জেল নিখোঁজ রয়েছেন। রোববার গভীর রাতে হাতিয়ার দমার চর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন, হারুন, রুবেল, এনায়েত, সুফিয়ান, জহির ও আলমগীর। এরা সবাই হাতিয়ার বাসিন্দা।

ডুবে যাওয়া নৌকার মালিক আবদুল ওহাব জানান, রাতে বঙ্গোপসগার থেকে মাছ ধরে ফেরার পথে দমার চরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। তিনি জানান, এ সময় নৌকায় ১৫ জন মাঝি-মাল্লার মধ্যে ৯ জন ফিরে আসেন। তবে বাকি ছয়জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ১২, ২০১৭ ১২:৩২ অপরাহ্ণ