১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৯

চট্টগ্রামে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:

বন্দর নগরী চট্টগ্রামের হালিশহরে প্রাইভেটকার খাদে পড়ে দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় বন্দর টোল রোডের সাগরিকা অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নগরীর মাদারবাড়ী এলাকার দুলা মিয়ার ছেলে ইশাদ বিন জামান (২৮) ও জাওয়াদ বিন জামান (২২) ও তাদের ফুফাতো ভাই সাদমান আলম (১৯)।
পুলিশ জানায়, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে ইশাদ ও জাওয়াদ ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় তাদের ফুফাতো ভাই সাদমানকে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, প্রাইভেটকার আরোহী ওই তিন ভাই রোববার বিকেলে গাড়ি নিয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারী ও ফৌজদারহাটের উদ্দেশে নগরীর মাদারবাড়ীর বাসা থেকে বের হন। বাড়ি ফেরার পথে সন্ধ্যায় তারা দুর্ঘটনায় পতিত হন।
নিহতদের মধ্যে ইশাদ বিন জামান গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে দেশে বেড়াতে এসেছিলেন।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ১২, ২০১৭ ১১:৩১ পূর্বাহ্ণ