মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট ৩ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
সোমবার (২৩ মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে প্রথবারের মতো ফেসবুক লাইভে কথা বলেন তিনি।
এসময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হটলাইনে ১৭১৬টি কল এসেছে। নতুন করে নমুনা সংগ্রহ করেছি ৫৬টি। মোট ৬২০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৪৬ জন।
তিনি জানান, মোট ৩৩ জনের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মোট মৃত্যু হয়েছে ৩ জনের।