১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:৩১

সিলেটে আইসোলেশনে থাকা লন্ডনফেরত নারীর মৃত্যু

সিলেট ব্যুরো : সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ‘সন্দেহে’ ভর্তি হওয়া লন্ডনফেরত এক নারী (৬১) মারা গেছেন।

রবিবার ভোররাত সাড়ে ৩টায় আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ড।

নগরীর শামীমাবাদ এলাকার ওই নারী গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন।

১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন তিনি।

গত ২০ মার্চ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন ওই নারী। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসোলেশনে রেখেছিলেন চিকিৎসকরা।

সিভিল সার্জন বলেন, আজ আইইডিসিআরের প্রতিনিধিদল সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল।

প্রকাশ :মার্চ ২২, ২০২০ ২:১৯ অপরাহ্ণ