করোনা মোকাবিলায় বাংলাদেশসহ এশিয়ায় সরঞ্জাম দেওয়ার ঘোষণা দিয়েছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।
শনিবার (২১ মার্চ) নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় তিনি এ ঘোষণা দেন।
টুইট বার্তায় জ্যাক মা লিখেছেন, তারা ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তামূলক পোশাক দেবেন। সেই সঙ্গে ভেন্টিলেটর এবং থার্মোমিটারও দেওয়া হবে।
বাংলাদেশের পাশাপাশি এসব সরঞ্জাম পাবে আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
জ্যাক মা লিখেছেন, সরবরাহ কার্যক্রম হয়তো দ্রুত করা সম্ভব হবে না। কিন্তু তারা শেষ পর্যন্ত সেটি সম্পন্ন করবেন।
প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট দুই জনের মৃত্যু হলো। শনিবার (২১ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নতুন করে আরও ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।’
তথ্যসূত্র: ব্লুমবার্গ ডটকম