১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৭

এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত সোমবার

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন, ‘পরীক্ষা হবে কিনা তা নিয়ে আগামী সোমবার সিদ্ধান্ত হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, আগামী সোমবার (২৩ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশে প্রথম তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর ১৬ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করে সরকার। পাশাপাশি দেশের সব শিক্ষার্থী নিজ বাসায় থাকার অনুরোধ জানানো হয়। স্থানীয় ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় শিক্ষার্থীদের ঘরে অবস্থান নিশ্চিত করতে।  সরকার জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়। অভিভবাবক ও পরীক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে পড়ে।

সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, এইচএসসি পরীক্ষা বন্ধ করা হবে কিনা তা নিয়ে বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়।

 

প্রকাশ :মার্চ ২১, ২০২০ ৩:২৬ অপরাহ্ণ