১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:০১

করোনা নিয়ে তর্কাতর্কির পর সংঘর্ষ, নিহত ১

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদরের ভবদিয়া এলাকায় প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে তর্কের পর সংঘর্ষে জড়িয়েছে দুটি পক্ষ। এতে লাবলু বিশ্বাস নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের ১২ জন।

শনিবার সকালে ভবদিয়া স্কুলের পেছনে এই ঘটনা ঘটে। নিহত লাভলু ভবদিয়া গ্রামের অখিল উদ্দিন বিশ্বাসের ছেলে।

বরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সালাম জানান, দুই দিন আগে করোনা নিয়ে ভবদিয়া এলাকার লাবলু ও গাফ্ফার মিয়া পরিবারের মধ্যে তর্কাতর্কি হয়। করোনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে একটি পক্ষ দাবি করলেও অন্য পক্ষটির দাবি করোনা নিয়ন্ত্রণে সরকার সফল।

বিষয়টি নিয়ে শনিবার সকালের তর্কে জড়ায় পক্ষ দুটি। একপর্যায়ে সকাল সাতটার দিকে ভবদিয়া স্কুলের পেছনে রাস্তার ওপর লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে লাবলুসহ উভয়পক্ষের ১০/১২ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে লাবলু মারা যায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় যেন সংঘর্ষ না হয় সেজন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে সদর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

প্রকাশ :মার্চ ২১, ২০২০ ১২:৩৪ অপরাহ্ণ