১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৫

বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

ভোটকেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১০ আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি।

শনিবার (২১ মার্চ) সকালে ধানমন্ডি বালক উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ অভিযোগ করেন।

হাজারীবাগ বালক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির দুই এজেন্টকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আটকে রেখেছে বলে রবিউল আলম অভিযোগ করেন।

আজ সকাল ৯টায় ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।

 

প্রকাশ :মার্চ ২১, ২০২০ ১২:১৮ অপরাহ্ণ