২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:২৪

প্রয়োজনে মাদারীপুর শরীয়তপুর লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের ঝুঁকিতে থাকা মাদারীপুর ও শরীয়তপুর জেলা প্রয়োজনে লকডাউন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, শিবচর উপজেলা ও মাদারীপুর জেলা ভালনারেবল। এ জেলায় করোনা আক্রান্ত দেশ থেকে বেশি মানুষ এসেছে। তাই সেখানে বেশি নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে লকডাউন করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশে এই মুহূর্তে দুই হাজার রোগীর চিকিৎসার ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে টঙ্গীর ইজতেমা মাঠে সেনা তত্ত্বাবধানে করোনা সন্দেহভাজনদের কোয়ারেন্টাইনে নেওয়া হবে।’

প্রকাশ :মার্চ ১৯, ২০২০ ৫:২৮ অপরাহ্ণ