করোনাভাইরাস সংক্রমণ রোধে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ সাময়িক বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে থেকেই সাধারণ দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে বাংলাদেশ সচিবালয় নিরাপওা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রাজিব দাস বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে পাস বন্ধ রয়েছে। যারা শুধু সরকারে গুরুত্বপূর্ণ মিটিং করবেন তাদেরই পাস রয়েছে।
তবে বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যরা প্রবেশ করতে পারবেন বলে জানান দায়িত্বশীল এ পুলিশ কর্মকর্তা।