১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫২

করোনাভাইরাস মোকাবেলা: বন্ধু পাকিস্তানকে কৃতজ্ঞতা জানাল চীন

বেইজিং-ইসলামাবাদের সম্পর্ককে ঐতিহাসিক পছন্দ বলে আখ্যায়িত করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, দুই দেশের নাগরিকদের হৃদয়ের গভীরে সেই সম্পর্কের শিকড় রয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে চীনাদের লড়াইয়ে পাশে থাকায় এসময় প্রতিবেশী পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চীনা কমিউনিস্ট পার্টির এই নেতা।-খবর ডন অনলাইনের

গ্রেট হল অব পিপলে পাক প্রেসিডেন্ট ডা. আরিফ আলভির সঙ্গে বৈঠকে তিনি এমন মন্তব্য করলেন। তিনি বলেন, আমরা একটি স্থিতিশীল ও সমৃদ্ধ ঐক্যবদ্ধ পাকিস্তান দেখতে চাই।

শি জিনপিং বলেন, আন্তর্জাতিক দৃশ্যপট যেভাবেই বদলে যাক না কেন, তাতে কিছুই যায় আসে না। চীন সবসময় জোরালোভাবে পাকিস্তানের পাশেই থাকবে।

কাজেই এই লৌহকঠিন বন্ধুত্ব ও কৌশলগত সহযোগিতা বাড়াতে চীন সবসময় প্রতিশ্রুত থাকবে বলেও তিনি মন্তব্য করেন। চীনা প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক ঘটনাবলী ও আঞ্চলিক ইস্যুতে গঠনমূলক ভূমিকায় চীন সবসময় পাকিস্তানকে সমর্থন করবে।

প্রেসিডেন্ট আলভির সফরকে গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে শি জিনপিং বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ে চীনা নাগরিকরা লড়াই চালিয়ে যাবে।

প্রেসিডেন্ট আলভির এই সফর আমাদের প্রতি কঠিন সমর্থনের বর্হিপ্রকাশ বলে মন্তব্য করেন শি জিনপিং। তিনি বলেন, এতে চীনা নাগরিকদের প্রতি পাকিস্তানের গভীর বন্ধুত্বই ফুটে উঠেছে।

‘চীন যখন মহামারীর বিরুদ্ধে লড়ছিল, তখন পাকিস্তান সরকার ও জনগণ নিজেদের সর্বোচ্চটা দিয়ে চীনকে সমর্থন দিয়েছে।’ যে কারণে পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চীনা প্রেসিডেন্ট।

কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে যখন লড়াই চলছে, তখন চীনা নেতৃবৃন্দ ও নাগরিকদের প্রতি সংহতি জানাতে দেশটিতে সফর করেন বলে জানান ডা. আরিফ আলভি। তিনি বলেন, প্রতিকূলতা মোকাবেলায় বিশ্বকে নিজেদের সক্ষমতা দেখিয়েছে চীন।

প্রকাশ :মার্চ ১৮, ২০২০ ৩:১৪ অপরাহ্ণ