২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৭

কোচিং সেন্টারও বন্ধ : শিক্ষামন্ত্রী

সচিবালয় প্রতিবেদক : করোনাভাইরাস প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি কোচিং সেন্টারও বন্ধ থাকবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডা. দীপু মনি এ তথ‌্য জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যেহেতু ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তাই এ সময়ে কোচিং সেন্টাগুলোও বন্ধ থাকবে।’

আজ মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সেখানে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে আমরা আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

মন্ত্রী বলেন, ‘বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ১০০টি করে গাছ লাগানোর নিয়ম রয়েছে এবার। সেই কর্মসূচি পালনের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দেবে।’

প্রকাশ :মার্চ ১৬, ২০২০ ৬:৫০ অপরাহ্ণ