শনিবার (১৪ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রোববার সকাল ১১টা থেকে দু’সপ্তাহের জন্য এই বাতিল আদেশ কার্যকর হবে। তবে বিশেষ কারণে এই দু’সপ্তাহ কিছু কিছু ফ্লাইট চলাচল করবে।
শুক্রবার সৌদি আরবে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৪১ জন। এ নিয়ে দেশটি করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে।
এই সপ্তাহের শুরুতে ইউরোপিয় ইউনিয়ন এবং বিশ্বের ১২টি দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে সৌদি আরব।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৬৩২ জন। বিশ্বের ১৪৫ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।
এখন পর্যন্ত চীনে তিন হাজার ১৮৯ জন মারা গিয়েছেন, ইতালিতে ১ হাজার ২৬৬ জন, ইরানে ৫২৪ জন, দক্ষিণ কোরিয়ায় ৭২ জন, স্পেনে ১৩৩ জন মারা গেছেন।