১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১২

করোনাভাইরাস শরীরে ৩৭ দিন থাকতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে কেউ আক্রান্ত হলে তার শরীরে করোনার জীবাণু ৩৭ দিন পর্যন্ত থাকতে পারে।

সম্প্রতি চীনের চিকিৎসকেরা এ সংক্রান্ত এক প্রতিবেদন লিখেছে যা ল্যানসেট মেডিক্যাল জার্নাল প্রকাশ করেছে।

তাতে বলা হয়েছে, চীনা চিকিৎসকেরা আক্রান্ত হওয়ার ২০ দিন পরে অনেকের শ্বাসনালীতে করোনাভাইরাসের আরএনএ শনাক্ত করেছে।

নতুন এই গবেষণার ফলে করোনায় আক্রান্ত কোনো ব্যক্তিকে কতদিন আইসোলেশনে রাখা হবে, তা নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বর্তমানে করোনায় আক্রান্ত হলে ১৪ দিন আইসোলেশনে রাখা হয়।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৪৩৬ জন দাঁড়িয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৬৩২ জন। বিশ্বের ১৪৫ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

এখন পর্যন্ত চীনে তিন হাজার ১৮৯ জন মারা গিয়েছেন, ইতালিতে ১ হাজার ২৬৬ জন, ইরানে ৫২৪ জন, দক্ষিণ কোরিয়ায় ৭২ জন, স্পেনে ১৩৩ জন মারা গেছেন।

অন্যান্য দেশগুলোর মধ্যে ফ্রান্স ৭৯, আমেরিকা ৫০, সুইজারল্যান্ড ১১, জার্মানি ৮, নরওয়ে ১, সুইডেন ১, নেদারল্যান্ড ১০, যুক্তরাজ্য ১১, জাপান ২১, ইরাক ৭, বেলজিয়াম ৩, অস্ট্রেলিয়া ৩, অস্ট্রিয়া ১, কানাডা ১, গ্রিস,১ হংকং ৪, ইরাক ৯, মিশর ২, আয়ারল্যান্ড ১, ভারত ২, স্যান ম্যারিনো ৫, লেবানন ৩, থাইল্যান্ড ১, ইন্দোনেশিয়া ৪, পোল্যান্ড ২, ফিলিপাইন ৬, তাইওয়ান ১, লাক্সেমবার্গ ১, আর্জেন্টিনা ২, আলবেনিয়া ১, বুলগেরিয়া ১, পানামা ১,  আলজেরিয়া ২, ইকুয়েডর ১, মরোক্কো ১, ইউক্রেইন ১, গিয়ানা ১, সুদান ১,  আজারবাইজান ১ জন করে মারা গেছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।

এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলা ব্যাথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সাথে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং পোষা প্রাণির সংস্পর্শ পরিহার করতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।

প্রকাশ :মার্চ ১৪, ২০২০ ১:০০ অপরাহ্ণ