১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৮

মা-বাবাকে খুঁজছে শিশুটি

শিশুটির চোখে মুখে আতঙ্ক। মায়ের কাছে যাওয়ার জন‌্য ব‌্যাকুল। চারিদিকে অপরিচিত মুখের ভিড়ে মাকে খুঁজছে অবুঝ শিশুটি। অথচ আতঙ্ক ও দিশেহারা অবস্থায় নিজের নামটা পর্যন্ত বলতে পারছে না।

শিশুটির বয়স আনুমানিক চার বছর। বৃহস্পতিবার (১২ মার্চ) হারিয়ে যায় সে। পরে অপরিচিত এক ব‌্যক্তি তাকে মুগদা থানায় পৌঁছে দেয়।

থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে তাকে রাখা হয়েছে শিশুটিকে। সেখানকার পুলিশ সদস‌্যদের কেউ তাকে চকলেট কেউবা চিপস কিনে দিচ্ছেন। কেউবা কোলে নিয়ে আদর করছেন। কিন্তু একটু পরপরই তার মুখে একটিই কথা, ‘মার কাছে যাব।’

শুক্রবার (১৩ মার্চ) মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রলয় কুমার সাহা   জানান, বৃহস্পতিবার রাতে মুগদা বড় মসজিদসংলগ্ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় এক ব‌্যক্তি। ইতোমধ্যে শিশুটির ছবি ও বয়স উল্লেখ করে বিভিন্ন জেলায় বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত তার স্বজনদের খোঁজ পাওয়া যায়নি। স্বজনদের খুঁজে তাদের হাতে শিশুটিকে তুলে দিতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি প্রলয় কুমার সাহা।

প্রকাশ :মার্চ ১৪, ২০২০ ১২:২৩ অপরাহ্ণ