২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৩০

পরিকল্পিতভাবে বস্তিতে আগুন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার সরকারের প্রতিনিধিত্ব করেনা।  তাই বারবার বস্তিতে আগুন লাগার মতো ঘটনা ঘটছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে মিরপুর রূপনগর বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের দেখতে এসে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানকার বস্তিবাসীর সঙ্গে কথা বলেছি। তাদের অভিযোগ একটি মহল পরিকল্পতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বিএনপি মহাসচিব বলেন, যদি কেউ এ ঘটনা ঘটিয়ে থাকে তার অবশ্যই বিচার করতে হবে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত পরাজিত প্রার্থী তাবিথ আউয়াল।  তিনি বলেন, এ ঘটনা থেকে আমরা বলতে পারি সরকার দুর্যোগ মোকাবিলায় সরকার পুরোপুরি ব্যর্থ, তা আবারও প্রমাণিত। জনগণের ভোটে প্রতিনিধিত্বকারীদের হাতে ক্ষমতা দিলেেএ ধরনের ঘটনা ঘটতো না বলে আমি মনে করি।

এর আগে সকালে পৌনে ১০টার দিকে রূপনগরের ওই বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে।  এতে কয়েকশ ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

প্রকাশ :মার্চ ১১, ২০২০ ৫:২৯ অপরাহ্ণ