২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৪

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে ইউনুস আকন্দের আবেদন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড মওকুফ এবং কারাগার থেকে মুক্তি চেয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।

মঙ্গলবার সকালে সরকারি ডাকযোগে তিনি এ আবেদনটি পাঠান।

আবেদনের অনুলিপি আইন মন্ত্রণালয়ের সচিব, সংসদ সচিবালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠানো হয়েছে।

সংবিধানের প্রস্তাবনা ১১, ৪৮(৩) ৪৯ অনুচ্ছেদ অনুয়ায়ী মানবিক কারণে দণ্ড মওকুফের পাশাপাশি কারামুক্তির আবেদন করেন তিনি। আবেদনের বিষয়টি তিনি  নিশ্চিত করেন। বলেন, ‘মুজিব শতবর্ষ পালনের দিন (১৭ মার্চ) উপলক্ষে খালেদা জিয়াকে যে কোনো শর্তে সব ধরনের দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করার এবং যেকোনো ধরনের দণ্ড স্থগিত বা কমানোর  আবেদন করছি।’

কেন আপনি মুক্তির আবেদন করলেন? এমন প্রশ্নের জবাবে ইউনুস আলী আকন্দ বলেন, ‘মানবিক কারণে জনস্বার্থে আমি এ আবেদনটি করেছি।   খালেদা জিয়া একজন প্রথম শ্রেণির নাগরিক এবং একজন বয়স্ক মহিলা।’

প্রসঙ্গত, ইউনুস আলী আকন্দ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্চ করে হাইকোর্টে রিট করেছিলেন এই আইনজীবী।

কিন্তু রিট নিষ্পত্তি হওয়ার আগেই তিনি ঢাকা-৮ (রমনা-মতিঝিল-পল্টন-শাহবাগ-শাহজাহানপুর) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন এবং পরাজিত হন

প্রকাশ :মার্চ ১০, ২০২০ ২:০৮ অপরাহ্ণ