ভাইরাসের কারণে ২১ ও ২২ মার্চের প্রীাতি ম্যাচ দুটিও বাতিল হতে পারে। প্রীতি ম্যাচ উপলক্ষে আয়োজন করা ১৮ মার্চের কনসার্ট, যেখানে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমান পরিবেশনা নিয়ে উপস্থিত হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের কারণে মুজিববর্ষের আয়োজন পুনর্বিন্যাস করা হয়েছে, আসতে পারছেন না বিদেশি অতিথিদের অনেকেই। সেই হিসেবে অনিশ্চয়তার মুখে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের প্রীতি ম্যাচ দুটিও। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বর্তমান সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে করোনাভাইরাসের প্রভাব পড়েছিল বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টি-টোয়েন্টিতেও। সোমবারের (০৯ মার্চ) এই ম্যাচে দর্শক সমাগম অনেক কম হয়েছে। পঁচিশ হাজারেরও বেশি ধারণক্ষমতার স্টেডিয়ামে হাজির হন ৭-৮ হাজার দর্শক।
এখন পর্য্ন্ত ১০৯টি দেশে শনাক্ত হয়েছেন চীন থেকে ছড়ানো করোনাভাইরাসে আক্রান্ত রোগী। অত্যন্ত ছোঁয়াচে এই ভাইরাসের প্রতিষেধকও এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। গত রবিবার (০৮ মার্চ) বাংলাদেশে প্রথমবারের মত ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর থেকেই দেশের জনমনে বিরাজ করছে আতঙ্ক।
সেই আতঙ্ক ছুঁয়ে যায় ক্রিকেট মাঠকেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি সীমাবদ্ধ করে দেয়। সাধারণ সমর্থকদের মনেও কিছুটা আতঙ্ক কাজ করছিল। তাই অন্যান্য দিনের মত দর্শকদের হুড়োহুড়ি চোখে পড়েনি সোমবার।
করোনাভাইরাসের প্রভাব পেড়ছে গোটা বিশ্বের ক্রীড়াঙ্গন। ইতালির বিশ্বখ্যাত ফুটবল লিগ সিরি’আর বন্ধ ঘোষণা করা হয়েছে। শঙ্কায় রিও অলিম্পিকও। এমনকি এশিয়ান আঞ্চলিক ক্রিকেটেও কিছুটা প্রভাব পড়েছে।
করোনাভাইরাস মোকাবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বারবার সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধৌত করা, কাশি শিষ্টাচার মেনে চলার পাশাপাশি ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না হলে এই ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুঝুঁকি রয়েছে।