মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে চীনের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
গত শনিবার (০৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ কোয়ারেন্টাইন হোটেলটি ধসের ঘটনা ঘটে।
উপকূলীয় শহর কুয়ানজোর পাঁচতলা কোয়ারেন্টাইন হোটেলটি করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছিলো। ধসের সময় অন্তত ৫৮ জন রোগী কোয়ারেন্টাইনে ছিলেন। আর এতে অবস্থান করা মানুষের সংখ্যা ছিলো ৭০ জন।
তবে গত লুনার ইয়ার থেকে এর নিচতলায় সংস্কার কাজ চলছিলো। আর সংস্কার কাজের মধ্যেই শনিবার কোয়ারেন্টাইন হোটেলটি ধসে পড়ে। দ্রুত ঘটনাস্থলে দেড়শতাধিক উদ্ধারকর্মী কাজ শুরু করে প্রাথমিক বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করেন। আর যারা আটকা পড়েন এখন একে একে তাদের মরদেহ উদ্ধার করা হচ্ছে।
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে শেষ খবর পর্যন্ত চার হাজার ২৭ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা এক লাখ ১৪ হাজার ৪৪২ জন।