১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪০

চলতি মাসেই মাঠে নামছেন সাকিব

ক্রীড়া ডেস্ক: গত বছরের অক্টোবরে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম বিজ্ঞাপন সাকিব আল হাসান। এই দুই বছরের মধ্যে রয়েছে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। আশা করা যায় চলতি বছরেই মাঠে নামতে পারবেন একসময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে ভক্তদের আশার কথা হলো- চলতি মার্চ মাসেই মাঠে দেখা যাবে সাকিবকে। অস্ট্রেলিয়ায় একটি প্রদর্শনী ম্যাচে খেলতে নামবেন তিনি।

সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেও স্বীকৃত ক্রিকেট ম্যাচের বাইরে প্রদর্শনী ম্যাচ খেলতে অসুবিধা নেই সাকিবের। অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশনের (এবিএএসই) আমন্ত্রণে ২৮ মার্চ মেলবোর্নে এই দাতব্য ম্যাচ খেলবেন সাকিব। ভিক্টোরিয়ার প্রেস্টন সিটি ওভালে অনুষ্ঠেয় এ ম্যাচে তিনি খেলবেন মেলবোর্নের হয়ে।

গত বছরের অক্টোবরে আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার পর প্রথমবারের মতো মাঠে দেখা যাবে সাকিবকে। অস্ট্রেলিয়ার ওই আয়োজক সংস্থার উপদেষ্টা বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।

এবিএসইর ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় সাকিব বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশনের আমন্ত্রণে ইন্ডিপেন্ডেন্স ডে চ্যারিটি ক্রিকেট ফেস্টিভালে অংশ নিতে আমি আসছি মেলবোর্নে। আশা করি আপনাদের সবার সঙ্গে দেখা হবে।’

ম্যাচের টিকিট বিক্রি এর মধ্যেই শুরু হয়েছে। অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ম্যাচটি নিয়ে স্বাভাবিকভাবেই উন্মাদনা কাজ করছে। এতদিন পর সাকিবকে মাঠে দেখবেন ভক্তরা। হোক না সেটা প্রদশর্নী ম্যাচ।

প্রকাশ :মার্চ ৮, ২০২০ ১২:১৬ অপরাহ্ণ