১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৭

৭ কলেজের শিক্ষার্থীদের ৭৫ ভাগ উপস্থিতির নির্দেশ

অধিভূক্ত সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের নিয়মেই ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে।

সাত কলেজের অধ্যক্ষ বরাবর গত ২৭ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ‌্যাপক নাসরিন আহমাদ বলেন, ‘এক সময় বিভিন্ন বিশ্ববিদ‌্যালয়ের অধীনে অনেক প্রতিষ্ঠান অভিভূক্ত ছিল। কিন্তু তখনকার সময় এবং এখনকার সময়ের বাস্তবতা ভিন্ন। ঢাবি’র একটি বিভাগের যে সক্ষমতা আছে, সেটি অধিভূক্ত অনেক কলেজেরই নেই। পর্যায়ক্রমে তাদের একটি নিয়মের মধ‌্যে নিয়ে আসতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের ক্লাসে কমপক্ষে ৭৫ ভাগ উপস্থিতি থাকতে হবে। যেসব শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি ৬০-৭৪ভাগ, সেসব শিক্ষার্থী ‘নন-কলেজিয়েট’ হিসেবে গণ্য হবে। তাদের ‘নন-কলেজিয়েট’ ফি প্রদান করতে হবে।

যেসব শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি ৬০ ভাগের কম, সেসব শিক্ষার্থীকে ‘ডিস-কলেজিয়েট’ হিসেবে গণ্য হবে। ‘ডিস-কলেজিয়েট’ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কলেজের বিভাগ কর্তৃক ভেরিফাই করার সময় পরীক্ষার্থীর উপস্থিতির শতকরা হিসেব উল্লেখ করতে হবে এবং উপস্থিতি পত্রের হার্ডকপি স্ব-স্ব বিভাগে সংরক্ষণ করতে হবে।

কেউ নন কলিজিয়েট হলে তাকে নন-কলেজিয়েট ফি দিতে হবে। ফি ১৫০০টাকা। এ ফি বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

প্রকাশ :মার্চ ২, ২০২০ ৬:২৮ অপরাহ্ণ