২রা ফেব্রুয়ারি, ২০২৫ ইং | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৫৪

নব দম্পতির দুঃখ প্রকাশ

বিনোদন ডেস্ক : বন্ধুত্ব থেকে প্রেম। প্রেমের সম্পর্কের চার মাসের মাথায় বিয়ের সিদ্ধান্ত নেন। তারপর গত শনিবার পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন লাক্স তারকা অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও অভিনেতা সায়েদ জামান শাওন।

হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নেন এই প্রেমিক যুগল। এজন্য কাউকে জানিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা করতে পারেননি। তাই সকলের কাছে দুঃখ প্রকাশ করেছেন এই নব দম্পতি। টয়ার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন তারা।

ফেসবুক পোস্টে লিখেন—‘অভিভূত আমরা আপনাদের ভালোবাসায়। খুব অল্প সময়ের প্রস্তুতিতে, স্বল্প পরিসরে, পরিবারের মুরুব্বিদের উপস্থিতিতে আমাদের নিকাহ্ আয়োজন। সময় স্বল্পতা আর দুজনের ব্যস্ততায় চোখের পলকেই হাজির হয়ে যায় ২৯ ফেব্রুয়ারি! তারিখটিকে স্মরণীয় করে রাখতেই আমাদের এত তাড়া। আর এই তাড়াহুড়োয় জানাতে পারিনি কাউকে-ই। আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

সবার কাছে দোয়া চেয়ে লিখেন, ‘অগণিত অভিমানী ক্ষুদেবার্তা, ফোন কল, দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে আমরা অনুভব করলাম, আপনাদের ছাড়া আমাদের এই আয়োজন অসম্পূর্ণ। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ খুব শিগগির বিয়ের পূর্ণ আয়োজন করব।

দাওয়াত পাবেন, না পেলেও চলে আসবেন। অভিমান ভুলে প্রাণ খুলে আমাদের দোয়া করে যাবেন।’

প্রকাশ :মার্চ ২, ২০২০ ১:৫৯ অপরাহ্ণ