১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০২

চার বছর পর ফের দেখা হবে: বুবলী

বিনোদন প্রতিবেদক : শনির দশা কাটিয়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসিত হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এই জুটির বক্স অফিস রেটও সন্তোষজনক। ফলে সবকিছু ভালোই চলছিল। বুবলীর ক্যারিয়ারে যখন বসন্তের বাতাস বইছে, ঠিক তখনই খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে।

পরিচিতরা বলছেন, বুবলী যেন হঠাৎ উধাও হয়ে গেছেন! হঠাৎ কেন নিজেকে আড়ালে নিলেন এই নায়িকা—এই প্রশ্ন এখন অনেকের মনে। কিছুদিন আগে কয়েকটি সংবাদমাধ্যমে কথা বলেন এই নায়িকা। জানান, উধাও হননি তিনি। যদিও দেখা দেননি।

গতকাল ছিল লিপইয়ার বা অধিবর্ষ। প্রতি চার বছর পর পর এই দিন আসে। তাই অনেকে দিনটি বিশেষভাবে উদযাপন করেন। ব্যতিক্রম নন বুবলীও। গতকাল রাতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের একটি ছবি শেয়ার করে বুবলী লিখেছেন—‘হ্যালো #লিপইয়ার ২৯.০২.২০২০। চার বছর পর ফের দেখা হবে ইনশাল্লাহ’।

সর্বশেষ বুবলী অভিনীত ‘বীন’ সিনেমা মুক্তি পায়। কাজী হায়াৎ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন বুবলী।

প্রকাশ :মার্চ ১, ২০২০ ৫:৩৬ অপরাহ্ণ