রাজধানী ঢাকার কুড়িল কাজীবাড়ি নামক এলাকায় একটি ভবনের নিচ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এ আগুন লাগে।
ইতিমধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। এ অগ্নিকাণ্ডে ভবনের কিছু ক্ষতি হলেও কোনো হতাহতে ঘটনা ঘটেনি।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

