১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০০

মিলাকে আদালতে হাজির হতে সমন

কণ্ঠশিল্পী তাশবিহা বিনতে শহীদ ওরফে মিলাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন ট্রাইব্যুনাল।

সাবেক স্বামী এস এম পারভেজ সানজারীর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালত সমন জারি করেছেন।

মঙ্গলবার মিলার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপ-পরিদর্শক মহিদুল ইসলাম।

বুধবার বাংলাদেশে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন পুলিশের দেয়া প্রতিবেদন আমলে নিয়ে আগামী ৫ এপ্রিল তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

২০১৯ সালের ২১ এপ্রিল বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে মিলার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন পারভেজ সানজারী।

প্রকাশ :ফেব্রুয়ারি ২৬, ২০২০ ৪:২১ অপরাহ্ণ