১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

মহাখালীতে স্কুটিতে বাসের ধাক্কা, দুই নারী নিহত

তবে নিশ্চিতভাবে নিহত দুই নারীর পরিচয় জানা যায়নি। তবে একজনের কাছ থেকে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে তার নাম লেখা দুলদানা আক্তার কচি। তিনি পার্ল ইন্টারন্যাশনালের টেরটরি কর্মকর্তা।

এছাড়া দুর্ঘটনার শিকার স্কুটির পেছনে ‘প্রেস’ লেখা দেখা গেছে। নিহত দুই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান বনানী থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন।

দুর্ঘটনা সম্পর্কে তিনি জানান, ‘মধ্যরাতে সেতু ভবনের সামনে একটি অজ্ঞাত পরিচয় বাস দুই নারীকে বহনকারী স্কুটিতে ধাক্কা মারে। এতে তারা রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

প্রকাশ :ফেব্রুয়ারি ২৬, ২০২০ ১২:৪১ অপরাহ্ণ