১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৮

লেমিনেটেড পোস্টার ব্যবহার করা যাবে না : সিইসি

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন উপলক্ষে প্রচারকাজে লেমিনেটেড পোস্টার ব‌্যবহার করা যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনের প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সেখানে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। এতে সমর্থন জানান প্রার্থীরাও।

বৈঠকে প্রার্থীদের উদ্দেশে সিইসি বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে একটি করে অফিস রাখতে পারবেন। সেখানে পোস্টার টাঙাতে পারবেন। নির্ধারিত ২১ জায়গায় পোস্টার টাঙানো যাবে। রাস্তা, অলি-গলিতে পোস্টার টাঙাতে পারবেন না। লেমিনেটেড পোস্টার টাঙাতে পারবেন না।’

তিনি বলেন, ‘ঢাকা-১০ আসনের ভোটের দিন অফিস খোলা থাকবে। আমরা সার্কুলার জারি করে দেব, যাতে অফিস থেকে গিয়ে কর্মকর্তারা ভোট দিতে পারেন।‘

নূরুল হুদা বলেন, ‘প্রতিটি দল পাঁচটি শোভাযাত্রা করতে পারবে। যেখানে সুবিধা সেখানে শোভাযাত্রা করতে পারবে। তবে এই নির্বাচনে কোনো জনসভা করা যাবে না।

আগামীতে নির্বাচনী আচরণবিধি পরিবর্তন করে এসব বিধি যোগ করা হবে, জানিয়ে সিইসি বলেন, ‘জাতীয় পর্যায়ের জন্য আমরা বিধিই পরিবর্তন করে ফেলব।’

প্রকাশ :ফেব্রুয়ারি ২৩, ২০২০ ৭:২৬ অপরাহ্ণ