১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০১

কুষ্টিয়ায় ট্রাক-ট্রলি সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ট্রাকের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পথচারী। শনিবার সকালে উপজেলার ১০ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভেড়ামারার বাহিরচর গ্রামের মোহর উদ্দিন শেখের ছেলে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির চালক শুকুর আলী এবং একই গ্রামের আতাহার আলীর ছেলে মো. আলামিন।

জানা গেছে, সকাল আটটার দিকে ১০ মাইল এলাকায় ট্রাকটির সঙ্গে একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি রেজাউল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

প্রকাশ :ফেব্রুয়ারি ২২, ২০২০ ১:৫৭ অপরাহ্ণ