১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৭

শুটিং সেটে দুর্ঘটনা, মৃত ৩

বিনোদন ডেস্ক : শুটিং সেটে এক দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। অন্তত আরো ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তামিল ভাষার ‘ইন্ডিয়ান টু’ সিনেমার সেটে ক্রেন ভেঙে এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গতকাল বুধবার রাতে একটি ক্রেনের উপর লাইট সেট করতে যায় কর্মীরা। হঠাৎ ক্রেনটি ভেঙে পড়ে। প্রথমে জানা যায়, সিনেমার পরিচালক এস. শঙ্কর গুরুতর আহত হয়েছেন। কিন্তু তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তবে শঙ্করের ব্যক্তিগত সহকারী মধু (২৯) এবং সহকারী পরিচালক কৃষ্ণ (৩৪) ঘটনাস্থলেই মারা যান।

এক পুলিশ অফিসার বলেন, ‘গতকাল রাত সাড়ে ৯টার দিকে ইভিপি ফিল্ম সিটিতে এই দুর্ঘটনা ঘটেছে।’

সিনেমাটিতে অভিনয় করছেন কমল হাসান। দুর্ঘটনার খবর পেয়ে তিনি শুটিং সেটে গিয়েছিলেন। এক টুইটে কমল হাসান লিখেন—জীবনে অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়েছি। কিন্তু এমন ঘটনা সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। তিনজন সহকর্মীকে হারালাম। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমায় আরো অভিনয় করছেন—কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, প্রিয়া ভবানি প্রমুখ। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা ২০২১ সালের এপ্রিলের মুক্তির কথা রয়েছে।

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০২০ ১২:২৪ অপরাহ্ণ