১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৪

জার্মানিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির দুটি সিসা বারে দুর্বৃত্তদের গুলিতে নয়জন নিহত হয়েছেন।

বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর হ্যানাওয়ে পৃথক দুই হামলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি কালো রঙের গাড়িতে দুর্বৃত্তরা প্রথমে হ্যানাও শহরের একটি সিসা বারে ঢুকে গুলি করে। প্রথম হামলায় তিনজন নিহত হন। পরে তারা পাশের অ্যারেনা বার এবং ক্যাফেতে ঢুকে গুলির চালায়। সেখানে আরো পাঁচজন নিহত হন। এছাড়া পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পরে মৃত্যুবরণ করেন।

পুলিশ আরো জানায়, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চালানা হচ্ছে। হামলার কারণ জানা যায়নি। পুলিশের গাড়ি ও হেলিকপ্টার টহল দিচ্ছে।

বার্নিলে হামলায় একজন নিহত হওয়ার চারদিনের মাথায় এই হামলার ঘটনা ঘটলো। এর কারণ এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০২০ ১২:১৮ অপরাহ্ণ