৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:২৪

সালমান শাহর ভাস্কর্য নিয়ে আপত্তি

বিনোদন প্রতিবেদক   নব্বই দশকে ঢাকাই চলচ্চিত্রে ধূমকেতুর মতো আবির্ভাব হয় সালমান শাহর। ১৯৯৬ সালে রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। অসংখ্য ভক্ত এখনো তাকে মনে রেখেছেন।

প্রিয় নায়ক স্মরণে ‘স্বপ্নের ঠিকানা’ নামে একটি রিসোর্ট তৈরি করেছেন মো. রাশেদুল ইসলাম (রাশেদ খান) নামে এক ভক্ত। সেখানে স্থাপন করা হয়েছে অমর চিত্রনায়ক সালমান শাহর একটি ভাস্কর্য। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ রিসোর্টের উদ্বোধন করা হয়েছে। এতে ভক্তরা খুশি হলেও আপত্তি তুলেছেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী।

বিষয়টি নিয়ে শাহরান চৌধুরী ফেসবুক লাইভে বলেন, ‘আপনি যদি সালমান শাহকে সত্যি ভালোবাসেন, তাহলে নিশ্চয়ই চাইবেন না তার কোনো ক্ষতি হোক, আপনার ভালোবাসার মানুষ কষ্ট পাক। ইসলাম কি আপনাকে অনুমতি দেয় যে একজন মৃত মানুষের ভাস্কর্য বানালেন? রিসোর্ট বানান, এটা আপনার ব্যক্তিগত বিষয়। একজন মৃত মানুষের ভাস্কর্য বানিয়ে স্মরণ করে রাখতে হবে কেন? তিনি আপনাদের বিনোদিত করেছেন, আর চাই না বিনোদন। যদি পারেন ভাস্কর্যটা নামাবেন।’

এ বিষয়ে সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সঙ্গে যোগাযোগ করেন এই প্রতিবেদক। আলমগীর কুমকুম বলেন, ‘মূর্তিটি সালমান শাহর পরিবারের অনুমতি ছাড়া তৈরি করা হয়েছে। আর একজন মুসলমানের মূর্তি তৈরির অনুমতি নেই। এজন্য এ বিষয়ে আপত্তি জানানো হয়েছে।’

এ বিষয়ে  কথা বলেছেন ‘স্বপ্নের ঠিকানা’ রিসোর্টের কর্ণধার রাশেদ খান। তিনি বলেন, ‘আমি অনেক চেষ্টা করেছি সালমান শাহর পরিবারের সঙ্গে যোগাযোগ করার, অনুমতি নেওয়ার। কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। ২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি স্বপ্নের ঠিকানা রিসোর্টের কাজের উদ্বোধন করা হয়। তখন থেকে আজ পর্যন্ত অনেক আলোচনা, অনেক নিউজ হয়েছে সালমান শাহ স্বপ্নের ঠিকানার পক্ষে। কিন্তু একবারও তার পরিবারের কেউ কিছু বলেননি। এখানে নিজের টাকা খরচ করে প্রিয় মানুষ সালমান শাহর জন্য মিলাদের আয়োজন করেছি, অনেক মানুষ একসঙ্গে দোয়া করেছি।’

রাশেদ খান আরো বলেন, ‘আমি সম্পূর্ণ ভালোবাসা থেকে এ রিসোর্টটি বানিয়েছি। ভাস্কর্যটিও সেই অনুভূতি থেকে করেছি। এখানে বাণিজ্যের কিছু নেই। এখন ওনার পরিবারের যদি ভাস্কর্যটি নামিয়ে ফেলতে বলেন, তাহলে তো সবার আগে তার যত সিনেমা, নাটক, মিউজিক ভিডিও আছে, সেগুলোর প্রচার-প্রচারণা বন্ধ করা উচিত। তারা যদি এভাবে বাধা দেন, তাহলে তো কোনো ভক্ত সালমান শাহকে নিয়ে কিছু করতে চাইবে না। এরপরও প্রয়োজনে ভাস্কর্যটা সরিয়ে ফেলব।’

গাজীপুরের উলুখোলা থানার বীরতুল উত্তরপাড়ায় এ রিসোর্ট তৈরি করা হয়েছে। এর সামনেই ফাইবারে তৈরি সালমান শাহর ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। এটি তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী পলাশ। ভাস্কর্যটি উন্মোচনের সময় উপস্থিত ছিলেন সালমান শাহ অভিনীত প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর পরিচালক সোহানুর রহমান সোহান, ‘সুজন সখী’ সিনেমার পরিচালক শাহ আলম কিরণ, ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমার পরিচালক শিল্পী চক্রবর্তী, ‘প্রেম পিয়াসী’ সিনেমার পরিচালক রেজা হাসমত। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকী, সাইফুজ্জামান শিখর ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রমুখ।

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০২০ ৫:২১ অপরাহ্ণ