অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সফর করছেন।
দুবাইয়ে একটি সম্মেলনে যোগ দিতে গত শনিবার তিনি আরব আমিরাতে এসে পৌঁছান। সেখানে নারী উদ্যোক্তা উন্নীতকরণে বক্তব্য দেয়ার কথা রয়েছে ইভানকার।
জানা গেছে, ১৬-১৭ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল উইমেনস ফোরামে প্রেসিডেন্ট ট্রাম্পও বক্তব্য দেয়ার জন্য প্রস্তুত আছেন।
সম্মেলনে যোগদানের আগে ইভানকা ট্রাম্প শনিবার মধ্যপ্রাচ্যের অন্যতম সুন্দর স্থাপনা আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ দেখতে যান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও কন্যা ইভানকা ট্রাম্প মসজিদ পরিদর্শনের সময় খালি পায়ে মসজিদে প্রবেশ করেন।
এ ছাড়া আরবের ঐতিহ্যবাহী বোরকাসদৃশ লম্বা গাউন পরেছিলেন। মুসলিম সংস্কৃতি অনুযায়ী তার মাথা ছিল কালো হিজাবে আবৃত।
ইভানকা ইহুদি ধর্মাবলম্বী হলেও মুসলিম নারীদের মতোই ঘুরে দেখেছেন মুসলমানদের এ পবিত্র মসজিদ। মসজিদের নান্দনিক সৌন্দর্য, নকশা ও কারুকাজ হাত দিয়ে ছুঁয়েও দেখেছেন তিনি। সূত্র: রয়টার্স, গলফ টুডে।