নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় আগুনে পুড়ে একই পরিবারের আটজন দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। দগ্ধরা সবাই সাইনবোর্ডের সাহেবপাড়া এলাকার ফারুকের বাড়ির ভাড়াটিয়া।দগ্ধরা হলেন- নুরজাহান বেগম, কিরন মিয়া, আবুল হোসেন, হিরন মিয়া, কাউছার, মুক্তা, আপন ও লিমা। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
দগ্ধদের আত্মীয় ইলিয়াস আলী বলেন, ‘সোমবার ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে ঘরে গন্ধ পাই। রান্নাঘরে ঢুকে ম্যাচ দিয়ে চুলা ধরাতে গেলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এতে আটজন দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে সকাল পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা জানিয়ে বলেন, ‘দগ্ধদের চিকিৎসা দেয়া হচ্ছে।’