১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৮

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৯

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাজাগাঁও গ্রামে হাসকিং মিলের বয়লার বিস্ফোরিত হয়ে সলেমান আলী (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসকিং মিলের মালিকসহ কমপক্ষে  নয়জন আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, রবিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪নং রাজাগাঁও ইউনিয়নের রাজাগাঁও গ্রামে ভাই ভাই হাসকিং মিলে শ্রমিকরা ধান সেদ্ধ ভাপাইয়ের কাজ করছিলেন। সকাল ১০টার দিকে  হাসকিং মিলের বয়লারটি আকস্মিকভাবে  বিস্ফোরিত হয়ে প্রায়  ২০০ গজ দূরে বাদিয়া মার্কেট বাজারের পাশে গিয়ে পড়ে। বিস্ফোরণে বয়লারের গরম পানিতে ঝলসে গিয়ে ঘটনাস্থলে সলেমান আলী নামে এক শ্রমিক নিহত হন। তিনি ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

এ ঘটনায় মিলের শ্রমিক সনু (৪২), মনতাজ (৬৫), মিল মালিক রুহুল আমিন (৬৫), তার ছেলে জহিরুল ইসলাম (৩৫), বাদিয়া মার্কেটের দোকানদার তুলশি (২৮), পথচারী আরিফ (১৫), সুব্রত (১৬) সহ কমপক্ষে নয়জন ঝলসে গিয়ে আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় ঘটনাস্থল পরির্দশন করেন।

প্রকাশ :ফেব্রুয়ারি ১৬, ২০২০ ১:৩৬ অপরাহ্ণ