মুম্বাই ফিরে যেত পচেফস্ট্রুমে। ২০১১ হয়ে যেত ২০২০।
ভারতের সবথেকে সফল অধিনায়ক ধোনি ২০১১ বিশ্বকাপের ফাইনালে ভারতকে জিতিয়েছিলেন স্বপ্নের ট্রফি। ব্যাট হাতে তার দাপুটে ইনিংসেই ভারত দ্বিতীয়বারের মতো পায় ওয়ানডে শিরোপা। শিরোপা নিশ্চিতে ধোনি ওয়াংখেড়েতে উড়িয়েছিলেন ছক্কা।
যুব বিশ্বকাপের ফাইনালে আকবর আলীর ব্যাটিং ছিল অনেকটাই একই রকম। অসাধারণ ৪৩ রানের ইনিংসে ভারতকে হারিয়ে বাংলাদেশকে জিতিয়েছেন যুব বিশ্বকাপের শিরোপা। রকিবুলের ব্যাটে উইনিং শটের সময় আকবর ননস্ট্রাইক প্রান্তে।
ধোনি ও আকবরের ব্যাটিংয়ে পাওয়া যায় বেশ মিল। দৃঢ় মনোবল, মজবুত আত্মবিশ্বাস, অটল মানসিকতা। সেই সাথে অসাধারণ নেতৃত্বগুণ। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে কেউ কেউ বলছেন ধোনির মতোই ফিনিশার আকবর।
ঠান্ডা মাথায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ায় ধোনির মতো আকবরকে দেওয়া হচ্ছে ক্যাপ্টেন কুল উপাধি। কিন্তু এগুলোকে বড্ড বাড়াবাড়ি মনে করছেন বাংলাদেশের সবথেকে সফলতম যুবা অধিনায়ক।
দেশে ফিরে শিরোপা উৎসবের মাঝে গণমাধ্যমে মুখোমুখি হন আকবর। সেখানে এমন প্রশ্ন উঠলে সরাসরি বলেছেন,‘মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করা আমার মনে হয় বাড়াবাড়ি। এটা বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। একটা ইনিংস দেখে কখনো কারও সঙ্গে তুলনা হতে পারে না।’
এর আগে দক্ষিণ আফ্রিকায় থাকাকালিন দেওয়া সাক্ষাৎকারে আকবর বলেছিলেন,‘আমি সেটা ভাবব না যে আমি ধোনির মতো ক্যাপ্টেন কুল। একেক জনের ব্যক্তিত্ব একেক রকম। কারো সাথে কারো মিল পাবেন না। আমি আমার মতোই ‘।