১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

দুঃখে এ কি করলেন বিষ্ণয়ের মা!

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শেষ বেলায় দুই ফাইনালিস্টের খেলোয়াড়দের উত্তেজনা ছিল চরম। মাঠে চরম স্লেজিংয়ের পর ম্যাচ শেষে দুই দল প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যায়। এর জন্য বাংলাদেশ ও ভারতের মোট পাঁচ খেলোয়াড় শাস্তির আওতায় পড়েন।

ভারতের দুইজন শাস্তি পান। তারা হলেন, রাভি বিষ্ণয় ও আকাশ সিং। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২১ ধারা ভঙ্গের জন্য আকাশকে ৮ ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়। আর লেগস্পিনার বিষ্ণয় পান ৫ ম্যাচের স্থগিতাদেশ।

এবারের আসরে সর্বোচ্চ উইকেটশিকারি বিষ্ণয়ের এ শাস্তি মেনে নিতে পারেনি তার পরিবার। তার বাবা মাঙ্গিলাল বিষ্ণয় মনে করেন তার শান্ত ছেলে সতীর্থকে বাঁচাতে গিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি। ছেলের এ দুঃখে বিষ্ণয়ের মা নাকি খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন এমনটিও জানিয়েছেন এ লেগির বাবা।

‘আমার ছেলের রাগ দেখে আমি অবাক হয়ে গেছি। আমার সন্তানদের মধ্যে সে সবচেয়ে শান্ত।’-বিষ্ণয়কে নিয়ে তার বাবার মত। ১৭ বছর বয়সী রাভির বড় আরো দুই বোন ও এক ভাই আছে।

বিষ্ণয়ের দুঃখে তার মা খাওয়া ছেড়েছেন জানিয়ে মাঙ্গিলাল আরো যোগ করেন, ‘আমার স্ত্রী এ ঘটনার পর থেকে আর কিছু মুখে তোলেনি।’

প্রকাশ :ফেব্রুয়ারি ১২, ২০২০ ৫:৪৭ অপরাহ্ণ