১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৮

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১১১৩, আক্রান্ত ৪৪ হাজার

বিদেশ ডেস্ক : চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসে আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে, ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১১৩ জনে। এছাড়া আক্রান্ত হয়েছেন আরও ৪৪ হাজার ৬৫৩ জন। তবে নতুন আক্রান্তের সংখ্যা কমে আসতে শুরু করেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, মঙ্গলবার একদিনে এ ভাইরাসে মারা গেছেন ৯৭ জন; তাদের মধ্যে ৯৪ জনের মৃত্যু হয়েছে হুবেই প্রদেশে। এ দিন নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫ জন। দেশটির মূল ভূখণ্ডে এ পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন জাপানি ও একজন মার্কিন নাগরিক রয়েছেন, বাকিরা সবাই চীনা নাগরিক।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। একপর্যায়ে এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে ডব্লিউএইচও। এখন পর্যন্ত অন্তত ২৮টি দেশে শনাক্ত হয়েছে এই ভাইরাস। চীনের বাইরে হংকং ও ফিলিপাইনে এতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ফিলিপাইনের ওই ব্যক্তিও চীনা নাগরিক।

প্রকাশ :ফেব্রুয়ারি ১২, ২০২০ ৫:১৫ অপরাহ্ণ