১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫২

বেনাপোলে ৪৬ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর থেকে ৪৬ কেজি গাজা উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোর বেলা এ গাজা উদ্ধার করা হয়। ২১ বিজিবি রঘুনাথপুর ক্যাম্পের নায়েক সুবেদার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামের করিম বক্স এর ছেলে আনোয়ারের বাড়ি তল্লাশি করে ঘরের ভিতর তেকে ৪৬ কেজি গাজা উদ্ধার করা হয়। বাড়ি তল্লাশির সময় আনোয়ারকে বাড়ি পাওয়া যায়নি। উদ্ধারকৃত গাজা বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে বলে তিনি জানান।

বেনাপোল পোর্ট থানার এ এসআই মতিয়ার রহমান ঘটনার সত্যতা শিকার করেছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১১, ২০১৭ ১:১৯ অপরাহ্ণ