১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৪

জমজ ভাইদের সঙ্গে জমজ বোনদের বিয়ে

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় দুই জমজ ভাইয়ের সঙ্গে দুই জমজ বোনের বিয়ে হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

শুক্রবারে উপজেলার ৩ নম্বর কাকনী ইউনিয়নের কাকনী গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার দুপুরে তাদের বৌভাতের অনুষ্ঠান চলছে।

তারাকান্দা উপজেলার কাকনী গ্রামের রেজাউল করিম হাদী সরকারের জমজ দুই ছেলে লিমন সরকার ও রিপন সরকারের বিয়ে হয় জেলার ফুলপুর উপজেলার শালিয়াকান্দা গ্রামের হাবিবুর রহমানের দুই জমজ মেয়ে তৃণা আক্তার ও তুষা আক্তারের সঙ্গে।

রেজাউল করিম হাদী বলেন, ‘ছোটকাল হতেই আমার ও আমার স্ত্রীর ইচ্ছে ছিল জমজ ছেলেদের সঙ্গে জমজ দুই বোনের বিয়ে দিব। এক সঙ্গে একদিনে এক অনুষ্ঠানের মাধ্যমে গাঁয়ে হলুদ, বিয়ে আর বৌভাত অনুষ্ঠান করব। তবে এক সঙ্গে যে জমজ মেয়ে সহজে পাবো তেমনটা ভাবিনি। কিন্তু আমাদের সেই স্বপ্ন পুরণ হয়েছে জমজ দুই বোনকে পেয়ে। মেয়ের বাবাও এমন কথা শুনে আনন্দে আত্মহারা, রাজি হয়ে গেলেন বিয়েতে।’

শুক্রবার দুপুরে চার লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় তাদের। শনিবার দুপুরে তারাকান্দার রেজাউল করিম হাদী সরকারের নিজ বাড়িতে বৌভাত অনুষ্ঠান চলছে।

পাত্রপাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারাও অনেক খুশি। দোয়া চেয়েছেন সবার কাছে।

ছেলেদের বাবা রেজাউল করিম হাদী সরকার জানান, ছেলের বউদের নিজের মেয়ের মতই দেখবেন। তাদের সুখের জন্য তিনি দোয়া চেয়েছেন সবার কাছে।

প্রকাশ :ফেব্রুয়ারি ৮, ২০২০ ৫:২৫ অপরাহ্ণ