এই ভক্তের নাম রাকিব সানকে। পৈতৃক বাড়ি ঢাকার কামরাঙ্গীর চরে। জন্ম জার্মানিতে, বিয়েও করেছেন সেখানে। জার্মানিতে বসবাস করলেও বর্তমানে দেশে অবস্থান করছেন তিনি। রাকিব সানকে বলেন, ‘২০০৪ সাল থেকে তাহসান ভাইয়ের গান শুনছি। গান শুনতে শুনতেই তার ভক্ত হয়ে যাই। এরপর তাহসান ভাইয়ের ফেসবুক গ্রুপ ও পেজে যুক্ত হই। একসময় তার ছবি আঁকা শুরু করি।’
‘‘তাহসান ভাইয়ের ‘অভিমান আমার’ অ্যালবাম প্রকাশের পর, সেই পোস্টার এঁকে ফেসবুকে প্রকাশ করি। যা তাহসান ভাইয়ের নজরে আসে। তাহসান ভাইও তার ফেসবুকে ছবিটি শেয়ার করেন। এ থেকে আরো উৎসাহ পাই। এক একটি ছবি আঁকতে আমার ১০ থেকে ২০ মিনিট লাগে। এমনও দিন গেছে— দিনে ৫০টি ছবি এঁকেছি। বলতে পারেন, তাহসান ভাইয়ের ছবি আঁকা আমার নেশা হয়ে গেছে।’’ বলেন রাকিব সানকে।
তাহসানের ছবি আঁকতে ভালো লাগে রাকিবের। গত এক মাস ধরে ক্যানভাসের ওপর পাথর দিয়ে একটি ছবি আঁকছেন রাকিব। তার খুব ইচ্ছা ছবিটি তাহসান খানের হাতে তুলে দেওয়ার। এদিকে ভক্ত রাকিবের এমন কাণ্ডের খবর পেয়েছেন তাহসান। খুব শিগগির রাকিবের সঙ্গে তাহসান দেখা করবেন বলে জানা গেছে।