১২ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:৩৯

লাশ হয়ে মায়ের কোলে ফিরল আশামনি

রাজধানীর কদমতলীর ডিএনডি খালে নিখোঁজ হওয়া পাঁচ বছরের শিশু আশামনির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের ছয় দিন পর বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন  এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর দেড়টার দিকে আশামনির লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গত শনিবার বিকালে কয়েকজন শিশুর সঙ্গে খেলার সময় খালের পানিতে তলিয়ে যায় আশামনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা গিয়ে তল্লাশি শুরু করেন। এরপর থেকে পেরিয়ে যায় পাঁচটি দিন। গতকালও উদ্ধার অভিযান চালালেও ফায়ার সার্ভিস শিশুটির সন্ধান পায়নি।

বৃহস্পতিবার সকাল থেকে ফের তল্লাশি অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। অবশেষে বেলা দেড়টার দিকে খালের পানিতে শিশুটির লাশ পাওয়া যায়।

এরশাদ ও তানিয়া দম্পতির বড় মেয়ে আশামনি। বাসা মিরাজনগরের পাশের মোহাম্মদনগর কালভার্ট এলাকায়। ঘটনাস্থলের পাশেই এরশাদের একটি কনফেকশনারি রয়েছে। এ বছরই মিরাজনগর ফারহা মডেল স্কুলের শিশু শ্রেণিতে ভর্তি হয়েছিল আশামনি। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।

প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০২০ ৪:৩৯ অপরাহ্ণ