অবৈধভাবে যেসব ব্যক্তি অর্থপাচার করে বিদেশে অবস্থান করছেন এবং মানিলন্ডারিং আইনে দুদক যাদের বিরুদ্ধে মামলা দায়ের করছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার সকালে কমিশনের নিয়মিত সভায় সংস্থাটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, যে বা যারা অর্থপাচার করে বিদেশে বিলাস বহুল জীবন যাপন করছেন, তাদের প্রত্যেকটি অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। অর্থপাচার করে বিদেশে বিলাসী জীবন-যাপন করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ইন্টারপোলসহ আন্তর্জাতিক টুলস ও টেকনিক ব্যবহার করে অপরাধীদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। দেশের সম্পদ ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে।
এসময় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।