১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৭

ঢাবিতে জালিয়াতি করে ভর্তি হওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাবর্ষে প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া  ৬৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে গত ২৮ জানুয়ারি ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতিসহ অবৈধ পন্হায় ভর্তি হওয়ার অভিযোগে ওই ৬৩ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাদের তালিকা  প্রকাশ করেছে ঢাবি কর্তৃপক্ষ।

বহিষ্কৃতদের নামের তালিকা সংশ্লিষ্ট অনুষদ এবং হলে পাঠানো হয়েছে৷ বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কলা অনুষদের ডিন ও খ ইউনিটের ভর্তি কমিটির সমন্বয়ক  অধ্যাপক ড.আবু মো.দেলোয়ার হোসেন৷ তিনি বলেন, বহিষ্কৃতদের নামের তালিকা পেয়েছি।

গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) স্থায়ীভাবে বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর নাম-পরিচয় প্রকাশে আল্টিমেটাম দেয় বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংগঠন ডাকসু। আজ মঙ্গলবার ওই শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হলো।

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০২০ ৫:৫৯ অপরাহ্ণ