১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫২

আবারও বিয়ের পিঁড়িতে ফেসবুক নির্বাহী শেরিল স্যান্ডবার্গ

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন ফেসবুকের প্রধান পরিচালনা কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ। পাত্র টম বার্নথাল লসঅ্যাঞ্জেলেসের একটি পরামর্শক সংস্থার প্রতিষ্ঠাতা।

সোমবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন তিনি। তার পোস্ট করা ছবিতে বাগদানের ঘোষণা দিয়েছেন তিনি।

ফেসবুকে শেরিল স্যান্ডবার্গ লিখেছেন, বাগদান সেরে ফেলেছি। টম তুমিই আমার সবকিছু। তোমাকে আরও না ভালোবেসে পারি না। শেরিল স্যান্ডবার্গের এই পোস্টের উত্তরে টম লিখেছেন– শেরিল, তোমাকে অনেক বেশি ভালোবাসি, বাকিটা জীবন তোমার সঙ্গে কাটাতে পারব ভেবেই রোমাঞ্চিত।

এর আগে দুবার বিয়ে করেছিলেন শেরিল। প্রথম বিয়ে টিকেছিল এক বছর। দ্বিতীয় বিয়ের পর দুই সন্তানের মা হন শেরিল। তার দ্বিতীয় স্বামী ৫ বছর আগে মারা যান। শেরিলের বর্তমান বাগদত্তা টমেরও তিনটি সন্তান আছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০২০ ২:৪২ অপরাহ্ণ