১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

করোনা আক্রান্ত চীনের সঙ্গে সীমান্ত বন্ধের দাবিতে হংকংয়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাস ঠেকাতে চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করার দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে হংকংয়ে। গণতন্ত্রের দাবিতে গত বছর থেকে বিক্ষোভ চলা চীনের স্বায়ত্বশাসিত এই অঞ্চলটির সাথে বর্তমানে চীনের রেল ও ফেরি যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এবার করোনা ভাইরাসের থাবা এড়াতে এবার পুরোপুরি সীমান্ত বন্ধ করার দাবি তুলে ধর্মঘট শুরু করেছেন কয়েক হাজার স্বাস্থ্যকর্মী।

তাদের দাবি, সীমান্ত খোলা থাকলে এপারে ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পড়বে।  হংকং চিকিৎসক সংগঠনের প্রধান উইনি য়ু বলেন, “চীনের সঙ্গে সীমান্ত সম্পূর্ণ বন্ধ না হলে এখানে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়বে। বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা ও ভাইরাসের মোকাবিলায় সরঞ্জামের অভাব দেখা দেবে। সেই পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে না।”

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ সোমবার থেকেই ধর্মঘট শুরু করেছেন হংকংয়ের কয়েক হাজার স্বাস্থ্যকর্মী। চীনের সঙ্গে সীমান্ত বন্ধ না করা হলে মঙ্গলবার থেকে ধর্মঘটে যোগ দেবেন বলেও হুঁশিয়ারি করছেন তারা।এদিকে, আপাতত হংকংয়ের ভিসা দেওয়া বন্ধ রেখেছে বেইজিং। তবুও প্রায় ৭০ লক্ষ জনসংখ্যা নিয়ে চরম আশঙ্কায় রয়েছে চীনের স্বায়ত্বশাসিত এই অঞ্চলটি।

উল্লেখ্য, চীনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সর্বশেষ খবর, প্রায় ১৬ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩৬১ জনে।

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০২০ ২:৩৫ অপরাহ্ণ